ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিঙ্গাপুরকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ নারী দল

পারভেজ খোকন, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৭, ৪ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১৭:৫৮, ৪ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ফিফা আন্তর্জাতিক নারী প্রীতি ফুটবল ম্যাচে সিঙ্গাপুরকে ৮-০ গোলে বিধ্বস করেছে বাংলাদেশ নারী দল। জোড়া গোল করেছেন তহুরা খাতুন ও ঋতুপর্ণা চাকমা। প্রথম ম্যাচেও জিতেছেছিল ৩-০ গোলে। এতে স্বাগতিকরা দুই ম্যাচ সিরিজ জিতলো ২-০ ব্যবধানে। আর এই জয় দিয়েই ২০২৩ সাল শেষ করতে যাচ্ছে সাবিনা-তহুরারা। 

কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচের প্রথমটা স্বাগতিকরা জিতেছিল ৩-০ গোলে। দ্বিতীয় ম্যাচে যেন আরও ভয়ংকর রুপে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। 

প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। ১৬ মিনিটে বল পেয়ে সুযোগ মিস করেননি প্রথম ম্যাচে জোড়া গোল করা তহুরা। হেডে বল জড়ান জালে। স্বাগতিকরা এগিয়ে যায় ১-০ তে। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা চাকমা।

২৪ মিনিটে সানজিদার ক্রস থেকে ঋতুপর্ণা চাকমা বল ঠেলে দেন গোলমুখে। সামনেই দাঁড়ানো ছিলেন তহুরা। বল জালে ঠেলে দিয়ে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন কলসিন্দুরের যুবতী তহুরা।  

বিরতির পর বাংলাদেশ ব্যবধান ৪-০ করে ৫৭ মিনিটে। তহুরার শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি। সানজিদার শর্টে গোল নিশ্চিত হয় সাইফুল বারী টিটুর শিষ্যদের। দলের পঞ্চম গোল করেন ঋতুপর্ণা চাকমা। 

৭৫ মিনিটে দলের ষষ্ঠ গোল করেন সাবিনা খাতুন। আর ৮৭ মিনিটে সপ্তম গোলটি আসে বললি নামা মাতসুসিমা সুমাইয়ার কাছ থেকে।  

এখানেই শেষ হয়নি। ইনজুরির সময়েও আরও একবার সিঙ্গাপুরের জালে বল পাঠায় বাংলাদেশ। ঋতুপর্ণার ক্রস থেকে গোল করেন শামসুন্নাহার।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি